Pages

Banner 468

Sunday 28 July 2013
Saturday 27 July 2013

সেরা কয়েকটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট

0 comments
 
ট্যাবলেট মধ্যম ও কম বাজেটের হওয়ায় অ্যান্ড্রয়েড সহজেই ব্যবহারকারীর হাতের নাগালে পৌঁছে যাচ্ছে। এ সময়ের উল্লেখযোগ্য কয়েকটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট নিয়ে এ ফিচার।

ট্যাবলেট ডিভাইস এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েড ট্যাবলেট ক্রমশ ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করে চলেছে। এর প্রধান কারণ, অ্যান্ড্রয়েড ট্যাবলেট মধ্যম ও কম বাজেটের হওয়ায় সহজেই তা ব্যবহারকারীর হাতের নাগালে পৌঁছে যাচ্ছে। এ সময়ের উল্লেখযোগ্য কয়েকটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট নিয়ে জিডিনেট অবলম্বনে এ ফিচার।
গুগল নেক্সাস ৭
এটি গুগলের হাত দিয়ে বাজারে আসা প্রথম নেক্সাস ব্রান্ডের ট্যাবলেট। এর হার্ডওয়্যার নির্মাণ করেছে আসুস। এতে রয়েছে ১২৮০ বাই ৮০০ রেজুলিউশনসমৃদ্ধ সাত ইঞ্চি স্ক্রিন, এনভিডিয়া টেগরা থ্রি কোয়াড-কোর প্রসেসর, ১৬ গিগাবাইট অথবা ৩২ গিগাবাইট স্টোরেজ এবং ১.২ মেগাপিক্সেল সামনের ক্যামেরা। এতে হার্ডওয়্যারের সঙ্গে তাল মিলিয়ে অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন। গুগলের ট্যাবলেট হিসেবে সফটওয়্যার আপডেট করার নিশ্চয়তা পাওয়া যাবে। এতে ওয়াই-ফাই, ব্লুটুথ, এনএফসি এবং অপশনাল হিসেবে সেলুলার সুবিধা রয়েছে। এই ট্যাবলেট ব্যাটারির সাহায্যে ১০ ঘণ্টা চালানো যায়। এর মূল্য ১৯৯ ডলার।
গুগল নেক্সাস ১০
গুগল নেক্সাস ৭ এর বড় সংস্করণ গুগল নেক্সাস ১০। এতে রয়েছে ২৫৬০ বাই ১৬০০ রেজুলিউশনসমৃদ্ধ ১০ ইঞ্চি স্ক্রিন, ডুয়াল কোর এআরএম কর্টেক্স এ১৫ প্রসেসর, কোয়াড কোর মালি টি৬০৪ গ্রাফিক্স প্রসেসর, ১৬ গিগাবাইট অথবা ৩২ গিগাবাইট স্টোরেজ, ৫ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা, ১.৯ মেগাপিক্সেল সামনের ক্যামেরা এবং ১১ ঘণ্টা ব্যাটারি ব্যাক‌আপ। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.২ সংস্করণসহ এতে হালনাগাদ করার সুবিধা পাওয়া যাবে। এর মূল্য ৩৯৯ ডলার।


Readmore...